সিলেটবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিজাব বিতর্ক: ভারতের সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেলের বক্তব্য নিয়ে তোলপাড়

Ruhul Amin
সেপ্টেম্বর ২২, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ সংবাদদাতা:

ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক সরকার তথ্য পেশ করছিলো। তাদের বক্তব্য, ধর্ম নিরপেক্ষ চরিত্র তারা বজায় রেখেছে। স্কুল এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনই নিষিদ্ধ করা হয়েছে গেরুয়া উত্তরীয় পরা। তবে, সরকারের বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ধার্য করা ইউনিফর্ম পরাই বাঞ্ছনীয়। হিজাব কোনো ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত হয় না। এটি ধর্মচারণের অঙ্গও নয়। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা মন্তব্য করেন, এমনকি মুসলিম দেশেও হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। বিচারপতিরা সলিসিটর জেনারেলকে দৃষ্টান্ত পেশ করতে বলেন। এই প্রশ্নের জবাবে সলিসিটর জেনারেল বলেন, ইরানে হিজাব নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আরও কিছু মুসলিম দেশ হিজাবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।